বন্ধন ফাউন্ডেশন মনিয়ারী
বন্ধন ফাউন্ডেশন মনিয়ারী একটি সামাজিক উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০৬ নং ইউনিয়ন পরিষদ মনিয়ারীতে অবস্থিত। গ্রামের উদ্যম তরুণ এম কে জামান মিশনের মাথায় এ সংগঠন সমন্ধে আইডিয়া আসে সেই চিন্তা ধারা থেকে এম কে জামান মিশন, শিশির মারুফ ও রোকনুজ্জামান রোকন তিন উদ্যেম তরুণ মিলে একটা সিদ্ধান্ত গ্রহন করেন যে তারা গ্রাামের উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্যে এমন একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন গড়ার উদ্যোগ নেন। ২০১৭ সালের অগস্ট মাসে তারা সামাজিক সোস্যাল মিডিয়া ফেইসবুকে একটি গ্রুপ খোলা হয় এত গ্রামের তরুণদের মধ্য বিশেষ ভাবে নাড়া দেয় এবং সকলে সংগঠন করতে এগিয়ে আসে। তার পর সকলের বৈঠকের মাধ্যমে সাংগাঠনিক আলোচনা হয় এবং সংগঠনের নাম ঠিক করা হয় “বন্ধন” যার শ্লোগান হয় ব্যবধান ভুলে একসাথে, সেটা হোক সাম্প্রদায়িক, সমাজের উচু নিচু ধনী গরীব ভেদাভেদ মিলে গ্রামের উন্নয়নের লক্ষ্যে কাজ করা। সেই ধারাবাহিকতা থেকে গ্রামের সিনিয়র সকলের শ্রদ্ধা ভাজন ড. মো: সালেকুল ইসলাম সালেক,সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম,আনিসুর রহমান সহ সকলের পরামর্শ ও অনুমতি ক্রমে গঠিত হয় বন্ধন। এর পরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ০৩ তারিখে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে বন্ধনের। কমিটি গঠন করা হয় ২০১৭-২০১৮ এর ড. মো: সালেকুল ইসলাম এর সভা পতিত্বে প্রায় গ্রামের ১০০জন অধিক উদ্রম তরুণ দের নিয়ে। যাদের পরিশ্রমে এ সংগঠন টি পরিচালিত হয় সেই প্রতিষ্ঠাতা কমিটির নাম প্রকাশ করা হলো:
ড. মো: সালেকুল ইসলাম(প্রতিষ্ঠাতা সভাপতি),এম কে জামান মিশন(প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক), রোকনুজ্জামান রোকন (প্রতিষ্ঠাতা সাংগাঠনিক সম্পাদক) শিশির মারুফ (প্রতিষ্ঠাতা অর্থ সচিব) এছাড়া ও সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম,আনিসুর রহমান, রুহুল আমিন যাদু,মাহাবুব আলম বুলু, আখতারুজ্জামান মিলন, রাকিবুল ইসলাম সোহান, শাফিউল ইসলাম সৃজন,ফারুকে আজম তমাল, গোলাম মোর্শেদ শামীম,আরমান হোসাইন,টিপু সুলতান,আশিকুল ইসলাম,ডলার,রেদওয়ানুল রাব্বী, মহেদেী হোসাইন, সোহাগ সরদার,শুভ সরদার,বুলেট, উজ্জল, মুক্তার, মাহাব, মাহাবুল, আসাদুল ইসলাম, সজল আলী, এনামুল বারী রাসেল, সাইফুল ইসলাম টুটুল,মামুনুর রশিদ, সোহেল রানা, রাজীব, সালেকুল,মামুন হোসাইন, রেজাউল ইসলাম, চয়েস, মিজান, আতিকুল, তোহা,রুহুল আমিন, অন্তর,শিমুল,মিশু,মুন্না,সোহান,রাহিবুল সহ আরো অনেকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বন্ধনের প্রথম কমিটিতে ছিলেন। ২০১৭ থেকে ২০১৮ এক বছরের বার্ষিক পরিকল্পনা অনুসারে বন্ধন গ্রামের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যায়। এবং সফল ভাবে তারা এক বছর কাজ করে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে। এক বছরের সফলতার পর অনেকেই উৎসাহিত হয়েই বন্ধনের সাথে যুক্ত হোন এবং স্বেচ্ছাসেবামূলক ও সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন। ২০১৮ সালে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আগে বন্ধনের নাম পরিবর্তন করে “বন্ধন ফাউন্ডেশন মনিয়ারী” করা হয় তবে শ্লোগান আগের টা রাখা হয় যেটা ব্যবধান ভুলে একসাথে। বন্ধন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন করে আবার কমিটি গঠন করা হয় যেটা ২০১৯-২০২০ সালের কার্যকরী কমিটি হিসেবে অনুমোদন পাস করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment